স্টাফ রিপোর্টার শহীদুজ্জামান রনিঃ২৭/০২/২০২০ ইং তারিখ রাত্রে ঢাকা মহানগরী বংশাল এবং শাহবাগ এলাকা হইতে দুজনকে গ্রেপ্তার করা হয় ,
রায়ের তারিখ ১২/০৫/২০০৪ ইং দীর্ঘ ১৬ বছর পর, ০২ (দুই) বছরের সশ্রমকারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী ০১) মোঃ মোস্তফা হক প্রঃ রতন, পিতা-মৃতঃ মোজাম্মেল হক, সাং বৈদ্যনাথপুর, মেঘনা,কুমিল্লা ও অপর ০৬ (ছয়) মাসের সশ্রমকারাদন্ড প্রাপ্ত আসামী ০২) মোঃ মাহাফুজুর রহমান, পিতা- মোঃ আব্দুল বাতেন, সাং শিবনগর, মেঘনা, কুমিল্লা দেরকে সহযোদ্ধা এ,এস,আই/ রাজিব আলি, এ,এস,আই/মোঃ আলমগীর হোসেন,,সঙ্গীয় ফোর্স দেলোয়ার হোসেন ও সানাউল্লাদের সহায়তায় সিনিয়র সহকারী পুলিশ সুপার, হোমনা সাকের্ল, জনাব মোঃ ফজলুল করিম স্যার ও অফির্সার ইনর্চাজ, মেঘনা থানা, মোঃ আব্দুল মজিদ স্যারদের বিভিন্ন দিক- নিদেশর্নায় সাজাপ্রাপ্ত গ্রেপ্তারী পরোয়ানামুলে গ্রেপ্তার করা হয় । তথ্যসূত্রে মেঘনা থানা পুলিশ।