২০ বছর পিছিয়ে গেছে বাংলাদেশ।

মেঘনা

সারাদেশের ন্যায় কুমিল্লার মেঘনা উপজেলায় প্রশাসনের আয়োজনে ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৪ ই ডিসেম্বর বিশ্বের বুকে এক কালো অধ্যায়, ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশকে পেছনে ফেলার ষড়যন্ত্রে মেতে উঠেছিল পাকিস্তানি শাসকগোষ্ঠী ও তাদের মদদে দেশের দালাল রাজাকার দের নিয়ে বাঙালি বুদ্ধিজীবী চিহ্নিত ও নিশ্চিত তালিকা তৈরি করে পূর্ব পাকিস্তান সরকারের তৎকালীন সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী।

পাকিস্তানিদের অস্ত্র ও সামরিক আধা-সামরিক বাহিনীর ছত্রছায়ায় আলবদরদের ক্যাডাররা বুদ্ধিজীবীদের হত্যা করে। তৎকালীন এই হত্যার লিস্টে ছিলোঃ বুদ্ধিজীবী, ডাক্তার, কবি-সাহিত্যিক, আইনজীবী, সাংবাদিক, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, শিল্প, প্রকৌশলীসহ অগণিত বাংলার সূর্যসন্তান।
আলোচনা সভায় বক্তারা বলেন এই পরিকল্পিত সংঘটিত হত্যার কারণে বাংলাদেশ ২০ বছর পিছিয়ে গেছে।

উপজেলা নির্বাহি অফিসার প্রবীর কুমার রায় এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মোঃ সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, চেয়ারম্যান মেঘনা উপজেলা পরিষদ ,  সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান, মেঘনা থানা ইনচার্জ মোঃ আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা সহ উপজেলা কর্মকর্তা কর্মচারী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *