দাউদকান্দিবাসী ভাল থাকবেন যদি! কামরুল ইসলাম খান।

কুমিল্লা দাউদকান্দি উপজেলা

বর্তমানে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো করোনা প্রতিরোধে সচেতন হওয়া, সচেতনতাই হতে পারে আমাদের করোনা প্রতিরোধের একমাত্র কারণ। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান দাউদকান্দি উপজেলা বাসীকে করোনা থেকে বাঁচাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, দাউদকান্দিবাসী ভাল থাকবেন যদি…….
১) বহিরাগতের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক হোন এবং কর্তৃপক্ষের সহযোগিতায় তাদের কোয়ারেন্টিন নিশ্চিত করতে উদ্যোগী হোন।

২) ঘরের বাইরে থাকাকালে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করেন।

৩) মসজিদে নামাযে পারস্পরিক দূরত্ব বজায় রাখেন ও অবশ্যই মাস্ক পরিহিত অবস্থায় নামাজ আদায় করেন এবং ঠান্ডা,কাশি বা জ্বরাক্রান্ত ব্যক্তিকে মসজিদে নামায আদায় থেকে বিরত রাখেন।

৪) অটোরিকশা বা সিএনজি’তে যথেষ্ট দূরত্ব বজায় রেখে বসেন।

৫) বাজার বা জনসমাগমস্থলে সামাজিক দূরত্ব বজায় রাখেন এবং বাড়ি পৌঁছে জীবানুনাশক দ্বারা জুতা,জুতার তলা ও হাত এবং পরিহিত কাপড় সাবান দিয়ে ধুয়ে ও গোসল করে বাড়িতে প্রবেশ করেন।

৬) টাকা ধরে কোন অবস্থাতেই সাবান দিয়ে হাত পরিষ্কার করা ছাড়া নাকে,মুখে ও চোখে হাত না দেন।

৭) খুব অসুস্থ ছাড়া হাসপাতাল বা ক্লিনিকে যাওয়া থেকে বিরত থাকেন এবং কোন অবস্থাতেই মুখে মাস্ক ছাড়া এসব স্থানে গমণ না করেন।

মনে রাখতে হবে-নিজের সুরক্ষা নিজের কাছেই।আপনি চাইলেই নিজেকে ও পরিবারকে মৃত্যুঝুঁকিতে ফেলতে পারেন-ইচ্ছা আপনার।

“আসুন নিজে নিরাপদ থাকি ও প্রিয়জনকে নিরাপদ রাখি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *