দাউদকান্দিতে গোমতী অটো রাইসমিলের কালোধূয়ায় পরিবেশ বিপর্যয় রোধে মানববন্ধন

দাউদকান্দি উপজেলা

লিটন সরকার বাদল,
দাউদকান্দি উপজেলার পুটিয়া গোমতী অটোরাইস মিলের ছাই, তুস ও কালোধূয়ার মারাত্মক পরিবেশ দূষণ ফলে চোখের সমস্যা ও শ্বাস কষ্টের প্রতিকারে প্রশাসনের হস্তক্ষেপের দাবিতে

৬ ফেব্রুয়ারী ২০২০ বৃহস্প্রতিবার সকালে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের পুটিয়া নামকস্হানে পুটিয়া গ্রামবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভায় পুটিয়া গ্রামের মোঃ আক্তার হোসেন মেম্বারের
সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,
জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষি ও পরিবেশ সংগঠক অধ্যাপক মতিন সৈকত। তিনি বলেন, পরিবেশ ভারসাম্য রক্ষা করতে, আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। সেইসাথে পরিবেশের মারাত্মক বিপর্যয় জনস্বাস্থ্যের ভয়াবহ ক্ষতি থেকে রেহাই পাওয়ার জন্য আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি ।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মোঃ তৌহিদুল ইসলাম মোল্লা, মোঃ আবদুল লতিফ, মোঃ রিপন মিয়া, ডা, মোঃ ফয়েজ আহমেদ, মোঃ মিরু মোল্লা, মোঃ মোবারক হোসেন, মোঃ ফারুক সিকদার, মোঃ সালেহ আহমদ মিয়াজীসহ আরো অনেকে।

বক্তারা বলেন, মেইল মালিককে বারবার সতর্ক করার পরেও কোন ব্যাবস্হা নিচ্ছেনা। তাই বাধ্য হয়ে গ্রামবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে প্রশাসনের কাছে গ্রামবাসীদের দুর্দশার কথা তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *