এসএসসি পরীক্ষার্থীকে উত্তর লিখতে সহযোগীতা করায় এক শিক্ষককে ৫ হাজার টাকা জরিমানা ও আজীবন অব্যহতি ।

বাংলাদেশ

শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

এসএসসি পরীক্ষা চলাকালীন সময় কক্ষ প্রত্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে পরীক্ষার্থীকে উত্তর পত্রে উত্তর লিখতে সহযোগিতা করার অপরাধে কিশোরগঞ্জের কুলিয়ারচরে মোঃ জহিরুল ইসলাম নামে এক সহকারী শিক্ষককে ৫ হাজার টাকা জরিমানা ও আজীবন প্রত্যবেক্ষকের দায়িত্ব হতে অব্যহতি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারোটার দিকে কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা চলা কালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ এ জরিমানা করেন। মোঃ জহিরুল ইসলাম উপজেলার সালুয়া ইউনিয়নের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ।

জানা যায়, বৃহস্পতিবার ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলকালীন সময় পরীক্ষার্থীকে উত্তর পত্রে উত্তর লিখতে সহযোগিতা করায় পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন -১৯৮০ এর ১৩ ধারার অপরাধে ওই সহকারী শিক্ষককে ৫ হাজার টাকা জরিমানা করা হয় ও আজীবন পরীক্ষা প্রত্যবেক্ষক এর দায়িত্ব হতে অব্যাহতি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *