চান্দিনায় আজ সর্বমোট ৪২ জনের নমুনা সংগ্রহ, বাড়িসহ কয়েকটি ফার্মেসি লকডাউন

দাউদকান্দি উপজেলা

চান্দিনায় আজ সর্বমোট ৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। দুইটি টিমে বিভক্ত হয়ে এইসকল নমুনা সংগ্রহ করা হয়।

পরবর্তীতে সম্মানিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আহসানুল হক মিলু, সহকারি কমিশনার(ভূমি) নাঈমা ইসলাম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: গাজী মাহমুদুল হাসান, উপজেলা করোনা ফোকাল মেডিকেল অফিসার ডা: শিমুল রঞ্জন দে, মেডিকেল অফিসার ডা: সাইফুল ইসলাম এবং পুলিশ প্রতিনিধিদের নেতৃত্বে নাওতলা মৃত রোগীদ্বয়ের বাড়ি সহ আশেপাশের বেশ কয়েকটি বাড়ি,বল্লারচর স্কুল সংলগ্ন মৃত ব্যক্তির বাড়ি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীতে অবস্থিত মা মেডিকেল হল এবং মুক্তি ডায়াগনস্টিক সেন্টার, এবং বল্লারচরের রোগীকে ইঞ্জেকশন পুশ করা ব্যক্তিদের ফার্মেসি লকডাউন করা হয়।

এইসময় আক্রান্ত রোগীদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
নাওতলা লকডাউন করতে গিয়ে দেখা যায় একজন আক্রান্ত রোগী বাইরে ঘুরে বেড়াচ্ছেন!

সামনে ঈদ।এই ঈদের আনন্দ আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে উপভোগ করি।তা না হলে এই ঈদই হয়ত হবে অনেকের জীবনের শেষ ঈদ।

চান্দিনা ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে।দুঃখজনক ব্যাপার হচ্ছে মৃত রোগীদের কেউই অতি বৃদ্ধ নন।তাই মৃত্যু ঝুঁকিতে আছি আমি আপনি সবাই।

নিচের ছবির ব্যক্তিরা এই ঝুঁকি তুচ্ছ করে দিনরাত করোনার বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছে।
আপনাদের সহযোগিতা এবং দোয়া আমাদের একান্ত কাম্য। এই যুদ্ধ আমাদের সকলের।
আসুন সকলে মিলে চান্দিনাকে নিরাপদ রাখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *