কুলিয়ারচরে ভূক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে কর্মশালা।

বাংলাদেশ

শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভূক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে গণসচেতনতা ও উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জাইকা’র অর্থায়নে স্থানীয় সরকার বিভাগ-এর সহযোগিতায় উপজেলা পরিষদের উদ্যোগে
সোমবার (২ ডিসেম্বর) সকালে কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে গণসচেতনতা ও উদ্বুদ্ধকরণ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নুরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, উছমানপুর ইউপি চেয়ারম্যান নিজাম ক্বরীা, ছয়সূতী ইউপি চেয়ারম্যান মীর মোঃ মিছবাহুল ইসলাম, উপজেলা জাইকা সমন্বয়কারী রোজী পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামাল নাসের খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমান সহ উছমানপুর ও ছয়সূতী ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্য, মহিলা সদস্য, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, স্কুল- কলেজের শিক্ষার্থী, সাংবাদিক, মসজিদ-মন্দিরের প্রতিনিধি, হাট-বাজার ব্যবসায়ী কমিটির প্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *