প্রকাশ পেল ‘পরাণ’ সিনেমার টিজার। সোমবার (৩ ফেব্রুয়ারি) তরুণ নির্মাতা রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমাটির টিজার প্রকাশ পায়। সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও বিদ্যা সিনহা মিম। এছাড়াও শরিফুল ইসলাম রাজকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।
সিনেমাটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস। চিত্রনাট্য করেছেন শাহ্জাহান সৌরভ ও রায়হান রাফি। সঙ্গীত পরিচালক নাভেদ পারভেজ ও ইমন চৌধুরী। ‘পরাণ’ সিনেমার মাধ্যমে আবারও রোমান্টিক ধারায় ফিরছেন রায়হান রাফি। এটি রাফি পরিচালিত তৃতীয় ছবি।
রায়হান রাফি বলেন, ‘পোড়ামন টু’ বানানোর পর অন্যরকম একটা আত্মবিশ্বাস কাজ করেছিল মনে। মুক্তির আগেই মনে হয়েছিল সিনেমাটি হিট হবে। ‘পরাণ’ও আমার সেরা একটা ছবি হবে বলে বিশ্বাস করি। আমি রোমান্টিক সিনেমার মাধ্যমেই সিনেমায় যাত্রা শুরু করেছি।
তিনি আরও বলেন, সিনেমাটির শুটিং শেষে সম্পাদনার কাজ চলছে। শিগগিরই সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। ছবি মুক্তির দিন এখনও নির্ধারণ করা হয়নি। তবে, এ মাসেই ঘোষণা করা হবে মুক্তির তারিখ।