লিটন সরকার বাদল,
২০ জানুয়ারি ২০২০ সোমবার, কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র প্রভাবশালী নেতা, দাউদকান্দির কৃতি সন্তান, পরিচ্ছন্ন রাজনীতিবিদ শাহজাহান চৌধুরী প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দাউদকান্দির বাসভবনে ও পৌর এলাকার বিভিন্ন এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল আয়োজন করেন, মরহুম শাহজাহান চৌধুরীর বড় ছেলে রোমান রাজীব চৌধুরী।
এসময় তার আত্মীয়-স্বজনসহ দাউদকান্দির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুমিল্লার দাউদকান্দি পৌর সদরের দোনারচর গ্রামের চৌধুরী পরিবারের কৃতিসন্তান, কুমিল্লা (উত্তর) জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি, দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী মো.শাহ্জাহান চৌধুরী (৬২)তিনি দীর্ঘদিন যাবত কিডনীসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। সর্বশেষ ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২০ জানুয়ারী ১৯ ইং, রোববার সন্ধ্যা ০৫-৪৫ শেষ নি:শ্বাষ ত্যাগ করেন।