
ডেস্ক রিপোর্ট: ‘অভিগম্য আগামীর পথ’ এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার মেঘনার উপজেলায় ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় কুমিল্লার মেঘনার উপজেলার কার্যালয়ের সামনে থেকে মেঘনার প্রশাসন ও জেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে একটি বণার্ঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মেঘনা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গিয়ে শেষ হয়।
উপস্থিত ছিলেন আলহাজ্ব সাইফুল্লার মিয়া রতন শিকদার, চেয়ারম্যান মেঘনা উপজেলা পরিষদ, আফরোজা পারভীন,মেঘনা উপজেলা নির্বাহী অফিসার, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন,সমাজসেবার কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। র্যালি শেষে মেঘনা উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।