চান্দিনায় বিভিন্ন অপরাধ ও মাদক ধমনে ঈর্ষানীয় সফলতার নেতৃত্বকারী ওসি জনাব আবুল ফয়সাল।

বাংলাদেশ

চান্দিনায় বিভিন্ন অপরাধ ও মাদক ধমনে ঈর্ষানীয় সফলতার নেতৃত্বকারী ওসি জনাব আবুল ফয়সাল। 

সম্পাদকীয় কলামঃ ওমর ফারুক

কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় হত্যা ধর্ষণ বাল্যবিবাহ,ইভিটিজিং,চুরি ডাকাতি ও ভয়াভহ মাদকদ্রব্য বিক্রি ও সেবনকারী সহ অন্যান্য অপরাধ মূলক কর্মকাণ্ড আগের তুলনায় অনেক অনেক কমেছে যা পরিসংখ্যানে পরিস্কার ভাবে দেখা যায়,যা সবটুকুর প্রতিদান বর্তমান অফিসার ইনচার্জ জনাব আবুল হোসেন যোগদানের পর এমন সফলতায়,চান্দিনার জনগণ গর্বিত এমন সৎ নিষ্ঠাবান নিরলস ভাবে কঠোর পরিশ্রমকারী জনগণের সেবক জনগণের সেবাদানকারী ওসি আবুল ফয়সল যার তুলনায় সে নিজেই।

 

চান্দিনা থানার সকল পুলিশ প্রসাশনের কঠোর পরিশ্রমে ও সাহসী ভূমিকায় এমন ঈর্ষানীয় সফলতা। শুধুমাত্র চান্দিনা থানার বর্তমান অফিসার ইনচার্জ জনাব আবুল হোসেনের বলিষ্ট নেতৃত্বে এবং তার দিকনির্দেশনায় চান্দিনার উত্তর থেকে দঃ এবং পূর্ব থেকে পশ্চিমের প্রত্যেকটি গ্রামে গ্রামে ছদ্মবেশে বিভিন্ন রুপ ধারন করে পুলিশ প্রশাসন নিরলস ভাবে জনগনের সেবা করে আসছে যা চলোমান,যে কোন অপরাধ মূলক কর্মকাণ্ড ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আর চান্দিনা থানার কর্মরত অফিসার ও ফোর্সদের আন্তরিকতায় কঠোর পরিশ্রমে আজ চান্দিনায় বিভিন্ন অপরাধ মূলক কাজ ও বিশেষ করে মাদক বিক্রেতা ও সেবনকারী আগের তূলনায় এখন নূন্যতম যা ইতিমধ্যে জনগনের মাঝে স্বস্তি ফিরে এসেছে,তবে কিছু কিছু জায়গায় এখনও সমাজের কিছু অসাধু প্রভাবশালীগন ও রাজনৈতিক পরিচয়ধারী বড় নেতাদের চত্রচায়ায় চলছে মাদক কেনাবেচা যা অত্যান্ত দুঃখজনক,সম্মানীত ওসি আবুল হোসেন মহোদ্বয়ের দৃষ্টি আকর্ষণ করছি অনতিবিলম্বে এসব মাদকের আখড়া বন্ধ করে তাদের কে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হউক।সূত্র:- chandinarsomoy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.