কুলিয়ারচরে প্রতি কেজি ৪৫ টাকায় টিসিবি’র পেঁয়াজ বিক্রি শুরু।

বাংলাদেশ

শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পেঁয়াজ প্রতি কেজি ৪৫ টাকা দরে বিক্রি শুরু হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে কুলিয়ারচর পৌর শহরের জেলা পরিষদ কাম-অডিটোরিয়ামে পেঁয়াজ বিক্রি শুরু করেন পৌর সভার ডিলার মোঃ আলাল উদ্দিন ও দিলীপ কুমার সাহা।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম ও উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুস সালাম, পৌর সভার প্যানেল মেয়র অলি উল্লাহ, আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহ কামাল, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মোঃ এমরানুর রহমান এমরান, আবু সাঈম ভূইয়া, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ ও মোঃ নাঈমুজ্জামান নাঈম প্রমুখ।

এ সময় পৌর এলাকার বিভিন্ন শ্রেণি পেশার নারী পুরুষ স্বতস্পূর্তভাবে স্বল্প মূল্যে টিসিবি’র পেঁয়াজ ক্রয় করতে জেলা পরিষদ কাম-অডিটোরিয়ামে ভিড় জমায়।

সংশ্লিষ্ট ডিলারদ্বয় জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মাথাপিছু ২ কেজি করে এ পেঁয়াজ বিক্রয় কার্যক্রম চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *