বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র কুমিল্লা এর উদ্যোগে মেঘনা উপজেলার সাতানি গ্রামে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উন্নত জাতের সরিষা ১৭ এর আধুনিক চাষাবাদ পদ্ধতি শীর্ষক এক কৃষক মাঠ দিবস এর আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ ড. মোঃ মুক্তার হোসেন ভূঁইয়া ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বিশেষ অতিথিঃ শামীমা সুলতানা বৈজ্ঞানিক কর্মকর্তা, ডাক্তার মোঃ আইয়ুব হোসেন হোসেন খান বৈজ্ঞানিক কর্মকর্তা, মহিবুর রহমান বৈজ্ঞানিক কর্মকর্তা, মোঃ হাবিবুর রহমান মেঘনা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার। কৃষি গবেষণা ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আকতার উজ জামান এর সভাপতিত্বেঃ উপস্থিত ছিলেন, মোঃ মহিউদ্দিন মেম্বার, মোঃ রহিম আলী মেম্বার, মোঃ আলতাফ হোসেন মোল্লা, মোঃ আবুল কালাম মাস্টার, ডালিম, মিহিন উল্লাহ, মনাফ মিয়া, সহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে কৃষি গবেষণা কর্মকর্তারা উন্নত জাতের বারি সরিষা ১৭ এর চাষাবাদ পরিদর্শন করেন।