তিতাসে বিভিন্ন এতিমখানার এতিমদের জন্য  ৫১লক্ষ ১২ হাজার টাকার চেক প্রদান করা হয়।

কুমিল্লা বাংলাদেশ

সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে তিতাস উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতায় এতিমখানার এতিমদের জন্য ৫১ লক্ষ  ১২ হাজার টাকার চেক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা  চেয়ারম্যান মো. পারভেজ হোসাইন সরকার অত্র উপজেলার বিভিন্ন এতিমখানা প্রধানদের হাতে চেক তুলে দেওয়া হয়।চেক তুলে দিবার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার আল আমিন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মর্কতারা।যেই সকল এতিমখানার জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়। কালাইগোবিন্দপুর শেখ বদিউজ্জামান এবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানার জন্য ৯ লক্ষ ৩৬ হাজার টাকা,দুধঘাটা নুরে মোহাম্মদীয়া জামিয়া ইসলামিয়া এতিমখানার জন্য ৩ লক্ষ ২৪ হাজার টাকা,মঙ্গল কান্দি ইসলামিয়া এতিমখানার জন্য ২ লক্ষ ৭৬ হাজার টাকা, দড়িমাছিমপুর মদিনাতুল উলুম এতিমখানার জন্য  ২ লক্ষ ৭৬ হাজার টাকা, বড় গাজীপুর খালেকীয়া এতিমখানার জন্য ৩ লক্ষ টাকা,  জগতপুর মানব কল্যাণ ফাউন্ডেশন ২ লক্ষ ৮৯ হাজার টাকা, সাহাপুর আনোয়ারুল হক এতিমখানার জন্য ৩ লক্ষ টাকা,  গোপালপুর আল মাদ্রাসাতুল ইসলামিয়া এতিমখানার জন্য  ৪ লক্ষ ২০ হাজার টাকা,

জিয়ারকান্দি হাফিজউদ্দিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও এতিমখানার জন্য ৪ লক্ষ ৬৮ হাজার টাকা, গোপালপুর আল মাদানি হাফিজুল উলুম এতিমখানার জন্য ১ লক্ষ ৩২ হাজার টাকা,কালাচান্দকান্দি তালিমুল ইসলাম এতিমখানার জন্য ৩ লক্ষ টাকা, ইউসুফপুর এতিমখানার জন্য ২ লক্ষ ২৪ হাজার টাকা, ওমরপুর এতিমখানা ও মাদ্রাসা কমপ্লেক্সে এর জন্য ১ লক্ষ ৫৬ হাজার টাকা, উত্তর বলরামপুর দারুস সুন্নাহ এতিমখানার জন্য ১ লক্ষ ৩২ হাজার টাকা, কালাইগোবিন্দপুর শেখ বদিউজ্জামান মহিলা এতিমখানার জন্য ৪ লক্ষ৮০ হাজার টাকা, বন্দরামপুর জামিয়া ইসলামিয়া দারুল সুন্নাহ এতিমখানার জন্য ৯৬ হাজার টাকা,কানাইনগর নূরানীয়া হাফিজিয়া এতিমখানার জন্য  ৯৬ হাজার টাকা,সহ  মোট ৫১ লক্ষ ১২ হাজার টাকার চেক প্রদান করা হয়।উপজেলা চেয়ারম্যান মো.পারভেজ হোসাইন সরকার বলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরের আওতায় উপজেলার ১৭টি এতিমখানার জন্য ৫১ লাখ ১২ হাজার টাকার চেক বরাদ্দ পাওয়া গিয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানের এতিমদের জন্য ২ হাজার টাকা করে দেওয়া হয়েছে।ক্যাপিটেশন গ্র্যান্ট থেকে প্রথম পর্যায়ের অনুদান হিসেবে এ বরাদ্দ দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *