মেঘনায় শীতকালীন সবজির বাম্পার ফলনে কৃষকের মুখে আনন্দের হাসি।

চট্টগ্রাম বিভাগ কুমিল্লা

কুমিল্লার মেঘনা উপজেলা কৃষি নির্ভরশীল একটি দ্বীপ ৬০ পার্সেন্ট মানুষ কৃষি কাজের উপর চলে তাদের সংসার, এবছরের শীতকালীন মৌসুমে খিরা উস্তা ফুলকপি বাঁধাকপি কাঁচামরিচ সরিষা সহ বিভিন্ন সবজির বাম্পার ফলন হয়েছে মেঘনায়, প্রতিদিন ছোট-বড়-মাঝারি গাড়ি করে সবজি রপ্তানি হচ্ছে, ঢাকা, যাত্রাবাড়ী, কারওয়ানবাজার, সহ দেশের বিভিন্ন পাইকারি বাজারে, ভিড় জমিয়েছেন পাইকাররাও। সরোজমিনে সফল ৫ কৃষক আবদুল কাশেম, ইয়া আলি, আলেক মিয়া, আব্দুর রব, ইয়া আলি এর সাথে কথা বললে জানান খিরা সহ বিভিন্ন সবজির চাহিদা থাকায় ভালো দামে বিক্রি করতে পারায় আমরা বেশ লাভজনক অবস্থানে আছি, দৌলত হোসেন নামে নামে পাইকারি ব্যবসায়ীর কাছে জানতে চাইলে জানান, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা না করে মেঘনা থেকে কিনতে পারছি শীতকালীন সবজি আমরাও উপকৃত। উপজেলা কৃষি অফিসার মোছাঃ সেলিমা খাতুন এর সাথে কথা বলে জানান এ বছর মেঘনায় প্রায় ২৪০৫ হেক্টর জমিতে চাষ হয়েছে শীতকালীন সবজি, যেমন খিরা, আলো, টমেটো, উস্তা, ফুলকপি, বাঁধাকপি, মিষ্টি কুমড়া, মরিচ সহ অন্যান্য, এর মধ্যে সবথেকে লাভজনক হলো খিরা ও টমেটো এবার মেঘনাতে প্রায় সব সবজির ফলন বাম্পার হওয়াতে কৃষকের সাথে আমরাও বেশ আনন্দিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *