দৈনিক আজকের মেঘনা ষ্টাফ রিপোর্টার লিটন সরকার বাদল,
৮ মে ১৯ ইং, দাউদকান্দি পৌরসভা বাজারের রমজানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ রাখতে দাউদকান্দি পৌরসভা মেয়র নাইম ইউসুফ সেইন পৌরসভা বাজার মনিটরিংসহ বাজার এলাকায় মাছ, সবজি ও মশলার বাজারসহ আরো কয়েকটি বাজার মনিটরিং করার নির্দেশ দেন পৌরসভার ফুট ইন্সপেক্টর মোঃ কামরুজ্জামানকে।
এসময় তিনি বলেন, রমজানে কোন ব্যবসায়ী যদি অধিক দামে পন্য বেচাঁ-কেনা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। রমজানে খাদ্যে ভেজাল ও দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পুরো রমজানে বাজার মনিটরিং পর্যায়ে ২ টি টিম পৌর সদর এলাকায় কাজ করছেন বলেও তিনি জানান। কোনভাবেই দ্রব্যমুল্যের দাম রমজানকে কেন্দ্র করে বাড়ানো যাবে না।বাজারে সকল পন্যই পর্যাপ্ত পরিমানে রয়েছে বলেও তিনি জানান।