কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার হাসানপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর মরহুম সামাদ সরকারের সুযোগ্য পুত্র সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম ইউসুফ জামিন বাবু’র জেষ্ঠ্য পুত্র দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইনের ব্যক্তিগত উদ্যোগে বাড়িতে বাড়িতে গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাসের প্রভাবে ঘর বন্দি কর্মহীন পৌরসভার বাড়াগাও, পশ্চিম হাসানপুর, উত্তর সতানন্দি, কৃষ্ণপুর গ্রামের ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন বলেন, এই মুহুর্তে জাতি এক কঠিন সংকটময় অবস্থায় আছে। করোনার প্রভাবে দিনমুজুর ও শ্রমজীবী মানুষেরা কর্মহীন হয়ে পরেছে।
সমাজের বিত্তবানরা কর্মহীন মানুষের পাশে এসে দাঁড়ানোর প্রয়োজন।
মানবিক ভাবনায় অসহায় মানুষদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সমাজের বিত্তবান ও ধনাঢ্য ব্যক্তিরা এগিয়ে আসলে এই সুন্দর দেশটা আরো সুন্দর হবে। আসুন আমরা আমাদের যাকিছু আছে তা নিয়েই কর্মহীন অসহায় মানুষের পাশে এসে দাঁড়াই।
এসময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর আব্দুল হক দেওয়ান ও এলাকাবাসী।