দাউদকান্দি পৌর ও গৌরীপুর বাজারের মার্কেট বন্ধ ঘোষণার পরেও বাজার গুলোতে মানুষের ভিড়।

দাউদকান্দি উপজেলা

১৪ মে, ২০২০ বৃহস্পতিবার, করোনা থেকে জীবন বাঁচানোর স্বার্থে নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দাউদকান্দি পৌর বাজার এবং গৌরীপুর বাজার কমিটির কর্তৃপক্ষ। তবুও দাউদকান্দি উপজেলা বিভিন্ন বাজারে নারী পুরুষদের ভিড় লক্ষ করা গেছে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী হিমসিম খেতে হচ্ছে। সামাজিক দূরত্ব কেউ মানছে না। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর সিদ্ধান্ত দিতে হবে মনে করছেন বিশিষ্টজনেরা।

১৪ মে বৃহস্পতিবার এই নির্দেশনা কার্যকর হয়েছে । পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। দেশে করোনার প্রাদুর্ভাবে দীর্ঘদিন সারা দেশের সব দোকানপাটসহ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর গত রোববার থেকে কিছু শর্ত সাপেক্ষে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ প্রদান করা হয়। কিন্তু ওই শর্তগুলো যথাযথভাবে প্রতিপালন করা সম্ভব নয় বিধায় জনগণের জীবন বাঁচানোর স্বার্থে ১২ মে মঙ্গলবার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের জরুরি বর্ধিত সভায় সর্বসম্মতি এ সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মার্কেট বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে বাজার কমিটি কর্তৃপক্ষ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *