লিটন সরকার বাদল,
মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় করোনা প্রতিরোধে জনসাধারণের মাঝে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ আইন বিষয়ক সম্পাদক আপন দাসের উদ্যোগে ৫০০ টি মাস্ক, ১০০০ টি এন্টিসেপ্টিক সাবান, ৩০০ টি হ্যান্ড গ্লাবস, ২০০ টি সেভলন বিতরণ করা হয়।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ আইন বিষয়ক সম্পাদক আপন দাস বলেন,
ইচ্ছা অনেক সামর্থ্য অল্প আজকের মতো ১০০০ এন্টিসেপ্টিক সাবান,৩০০ হ্যান্ড গ্লাবস, ৫০০ ফেস মাস্ক,২০০ সেভলন বিতরণ করি। আমার ক্ষুদ্র প্রয়াসে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই প্রবাসী বন্ধু Imtiaz Nirob কে, তবে মানবতার প্রয়োজনে
মুন্সীগঞ্জের সাধারন মানুষের পাশে থাকার এই প্রয়াস অব্যাহত থাকবে আমাদের।
আসুন সবাই দেশের এই সংকটে যার যার অবস্থা থেকে যার যার সামর্থ্য অনুযায়ী সাধারন মানুষকে নিরাপদ রাখতে মানুষের পাশে থাকার চেষ্টা করি।