দাউদকান্দিতে করোনা প্রতিরোধে পৌর মেয়র নাইম ইউসুফ সেইনের ব্যতিক্রম উদ্যোগ।

দাউদকান্দি উপজেলা

 

লিটন সরকার বাদল,
২৫ মার্চ ২০২০ বুধবার রাতে দাউদকান্দিতে করোনা প্রতিরোধে পৌর মেয়র নাইম ইউসুফ সেইনের ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছে।

করোনার সংক্রমণ থেকে মুক্ত রাখতে দাউদকান্দি পৌর বাজারে বিভিন্ন দোকান, শপিং ও ফার্মেসীর সামনে ১ মিটার(৩ ফুট) দুরত্ব রেখে সাদা রং দিয়ে গোলাকার (বৃত্ত) এঁকে দেওয়ার ব্যবস্হা করেন, দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন।

এতে সাধারণ ভোক্তারা করোনার সংক্রমণ থেকে দুরত্ব বজায় রেখে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারেন পৌরবাসী।
পৌর মেয়র নাইম ইউসুফ সেইনের এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগকে সফল আখ্যায়িত ইতিবাচক মন্তব্য করে স্থানীয়রা।
ইতিমধ্যে যোগাযোগ মাধ্যম ফেসবুকে রীতিমত ঝড় তুলছে এমন উদ্যোগে।

দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন বলেন,আমরা একটু সচেতন হলেই কভিড-১৯ ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে পারি। তাই আমি মনে করি বাংলাদেশের প্রতিটি লোকসমাগমস্থানে এমন উদ্যোগ গ্রহন করা উচিৎ, আমরা নিজেরাই সচেতনতার মাধ্যমেই পারি এ ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে।

এ সময় সাথে ছিলেন, দাউদকান্দি পৌরসভার সদর (৫ নং ওয়ার্ড) কাউন্সিলর মোঃ বিল্লাল হোসেন খন্দকার সুমন, ৪ নং ওয়ার্ড কাউন্সিল মোঃ সালাউদ্দিন আহম্মেদ, দাউদকান্দি পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর মোঃ কামরুজ্জামানসহ আরো অনেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *