হোমনায় নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এসিল্যান্ড তানিয়া ভূঁইয়ার পর্যবেক্ষণ অব্যাহত।

কুমিল্লা দাউদকান্দি উপজেলা

কুমিল্লার হোমনায় করোনা ভাইরাসের দুর্যোগ অবস্থায় নিত্যপণ্যের বাজার মূল্য স্থিতিশীল রাখতে এসিল্যান্ড তানিয়া ভূঁইয়ার নেতৃত্বে পর্যবেক্ষণ অব্যাহত। এখন পর্যন্ত স্থিতিশীল আছে পণ্যমূল্য। ভেজাল পণ্যমুক্ত থাকছে বাজার গুলো।

মহামারী করোনা ভাইরাসের প্রভাবে বিভিন্ন অজুহাতে, অধিক মুনাফা লোভী অসাধু ব্যবসায়ীরা যেন পণ্য বিক্রয়ে অধিক মূল্য আদায় করে, সাধারণ জনগণের ভোগান্তি সৃষ্টি করতে না পারে। এবং ভেজাল ও মেয়াদহীন পণ্য বিক্রি করতে না পারে। বিষয়টি মাথায় রেখে হোমনা উপজেলার হাট-বাজারে পর্যায়ক্রমে এই পর্যবেক্ষণ অব্যাহত রেখেছেন উপজেলা প্রশাসন। তার’ই ধারাবাহিকতায় গতকাল,কাড়াকান্দি,মংগলকান্দি,
আসাদপুর,কৃষ্টিপুর,চিৎপুর, ফতেহকান্দি,
মনিপুর,কাশিপুর, ঘাড়মোরা সহ সবকটি হাটবাজারে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের নিয়ে ঘুরে ঘুরে নিয়মিত পর্যবেক্ষণ করছেন তিনি।

এর ফলে সুযোগ সন্ধানী অতি-মুনাফালোভী, অসাধু ব্যবসায়ীদের হাত থেকে মুক্ত রয়েছে হোমনা উপজেলার বাজার ব্যবস্থা। কয়েকটি বাজার ঘুরে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, নিয়মিত এই পর্যবেক্ষণ এর ফলে, পণ্যমূল্য স্থিতিশীলতা বজায় থাকার পাশাপাশি। ভেজাল পণ্য মুক্ত থাকছে হাট-বাজারগুলো। নিত্যপণ্যের স্থিতিশীল মূল্য ও ভেজাল পণ্য না থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতাসাধারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *