দৈনিক আজকের মেঘনা স্টাফ রিপোর্টার লিটন সরকার বাদল, কুমিল্লা- ১ দাউদকান্দি – মেঘনা আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব:) মোঃ সুবিদ আলী ভুঁইয়া’র সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন, দাউদকান্দি উপজেলার হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের নব গঠিত কমিটির সকল সদস্য বৃন্দ
। মতবিনিময় কালে হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রী কলেজের ছাত্রলীগ নেতাকর্মীরা কলেজের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন। কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি শাহাদাত হোসেন বলেন, দীর্ঘ দিন ধরে ছাত্রসংসদ নির্বাচন হচ্ছে না, নির্বাচন দেওয়ার ব্যাপারে এমপি মহোদয়কে অবহিত করেন। মেজর জেনারেল (অব.) মোঃ সুবিদ আলী ভূঁইয়া বলেন, যত দ্রুত সম্ভব ছাত্রসংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করার ব্যাপারে কলেজের অধ্যক্ষের সাথে কথা বলবেন। বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন ছাত্রলীগকে আরো গতিশীল ভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী সোনার বাংলা করতে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন,সাধারান সম্পাদক জাহিদ হাসান সরকার, সহ সভাপতি সাব্বির,সহ সভাপতি আমির হোসেন,সহ সভাপতি আরিফ হোসেন, সহ সভাপতি বেলায়েত, সহ সভাপতি রাকিব,যুগ্ন সাধারন সম্পাদক সবুজ, যুগ্ন সাধারন সম্পাদক, মাসুম মিয়া, সাংগঠনিক সম্পাদক রিমন,সাংগঠিন সম্পাদক মর্তুজা,সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, প্রচার সম্পাদক শামিম, সদস্য শিশির প্রমুখ।