দাউদকান্দিতে গীতার আলোতে আলোকিত হচ্ছেন প্রতিটি সনাতনী সন্তান।

বাংলাদেশ দাউদকান্দি উপজেলা

দৈনিক আজকের মেঘনা স্টাফ রিপোর্টার লিটন সরকার বাদল, দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মালাখাল শ্রী শ্রী কৃষ্ণরাধা মন্দিরে, মালাখালা ভাই-বন্ধু সেবা,গীতা সংঘের উদ্যোগে, জাগো হিন্দু পরিষদ দাউদকান্দি শাখার সার্বিক সহযোগিতায় গীতা নিকেতন স্কুল উদ্বোধন ও গীতা বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন করে শ্রীমদভগবদগীতা স্কুলের শুভ উদ্বোধন করেন, জাগো হিন্দু পরিষদ দাউদকান্দি শাখর উপদেষ্টা ,সাংবাদিক লিটন সরকার বাদল। প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ দাউদকান্দি উপজেলার সভাপতি, বাবু বাসুদেব ঘোষ, জাগো হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক বাবু নারায়ণ বণিকের সভাপতিত্বে আলোকিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাগো হিন্দু পরিষদের উপদেষ্টা বাবু উৎপলেন্দু দাস, প্রধান আলোচকের বক্তব্য রাখেন, জাগো হিন্দু পরিষদের দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি বাবু সৃজন পোদ্দার, শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক বাবু তুষার ঘোষ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাগো হিন্দু পরিষদ দাউদকান্দি শাখার উপদেষ্টা পরিষদের সদস্য বাবু শ্যামল রায়, বাবু রিপন দেবনাথ, দাউদকান্দি বাজারের ব্যবসায়ী, বিপ্লব সাহা বাপ্পি, শিক্ষক অত্রনিকেতন(নামহট্ট গৌরীপুর) প্রভু মনোহর গোবর্ধন দাস, উপদেষ্টা গীতা সংঘ রামপ্রসাদ দেবনাথ, শিক্ষক প্রণব দেবনাথ সহসভাপতি গীতা সংঘ মালাখালা, শিশুরঞ্জন দেবনাথ সাধারণ সম্পাদক গীতা সংঘ মালাখালা, জাগো হিন্দু পরিষদের দাউদকান্দি শাখার আশিক দাস, জাগো হিন্দু পরিষদ দাউদকান্দি শাখা ।

প্রচার সম্পাদক প্রান্ত। আর উপস্থিত সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ আলোচনা সভা শেষে ২৫ জন গীতা শিক্ষার্থী ছাত্র ছাত্রীদের মাঝে শ্রীমদভগবদগীতা প্রধান করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন, সুব্রত আচার্য্য, কোষাধ্যক্ষ জাগো হিন্দু পরিষদ দাউদকান্দি শাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *