সেদিন বঙ্গবন্ধু বলেছিলো আমি যদি হুকুম না দিতে পারি তোমরা প্রস্তুত থাকো- সুবিদ আলী ভূঁইয়া এমপি।

দাউদকান্দি উপজেলা

 

লিটন সরকার বাদল,
প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কৃত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মোপ্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কে সংসদে স্থায়ী কমিটির সভাপতি মো. সুবিদ আলী ভূঁইয়া এমপি বলেন, সেদিন বঙ্গবন্ধু বলেছিলো আমি যদি হুকুম না দিতে পারি তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থেকো। সেদিন বঙ্গবন্ধুর ঘোষনায় এদেশের জনগন মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। যে কারনে দেশ স্বাধীন হয়েছে।

তিনি আরো বলেন, সকলে মিলে মিশে ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে। সংগঠনকে সক্রীয় করতে ঐক্যের বিকল্প নেই। আসছে ৯ ডিসেম্বর কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সম্মেলন সফল করতে হবে, সকলে সক্রিয়ভাবে অংশগ্রহন করতে হবে।

তিনি শুক্রবার বিকেলে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবনে, দাউদকান্দি-মেঘনা উপজেলা আ’লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

দাউদকান্দি উপজেলা আ’লীগের সভাপতি এডভোকেট আহসান হাবিব চৌধুরী লিল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক নেত্রী, সমাজ সেবিকা মাহমুদা ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের নেতা আবুল হাসেম সরকার, মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, মেঘনা উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী হালিমা আক্তার,

কুমিল্লা উত্তর জেলা শ্রমীকলীগ সভাপতি মোঃ রকিব উদ্দিন রকিব,উপজেলা যুবলীগ আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জেবুন নেছা জেবুন, উপজেলাজাত ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম নয়ন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *