সিরাজ বেগ বাজার পরিচালনা কমিটি ও এলাকাবাসীর সভা অনুষ্ঠিত।

বাংলাদেশ

মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে ॥ বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদস্থ সিরাজ বেগ বাজার পরিচালনা কমিটি ও এলাকাবাসীর সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিরাজ বেগ বাজারের প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্যস্থ পূর্ব গৌরীপুর ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকে’র সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজকর্মী আলহাজ্ব মো. সিরাজ উদ্দিন বেগ। সভাপতিত্ব করেন বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুল হক বাবু।

বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন বেগ, সহ সাধারণ সম্পাদক সৈয়দ মুরাদ, প্রচার সম্পাদক মির্জা বাবলু, মির্জা রাসেল, আব্দুল মনাফ, ছানা বেগ, লকুছ বেগ, হান্নান বেগ, রমিজ তালুকদার, হিফজুর তালুকদার, আফজল তালুকদার, লতিফ বেগ, ছাতির বেগ, মির্জা আতাই, মির্জা মাখন, শেখ ফরিদ মিয়া, শেখ ইসলাম, মির্জা মজই, মির্জা খালিছ, আবুল কালাম, ব্যবসায়ী শেখ কটই, মো. বাবলু, গৌছ মিয়া, মো. কালাম, আব্দুল খালিক, মো. আলী, মালিক বেগ, সাফিক তালুকদার প্রমুখ।
সভায় সিরাজ বেগ বাজারের বিভিন্ন উন্নয়ন অবকাঠামো নির্মাণ, ব্যবসায়ী ও ভোক্তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির ব্যাপারে আলোচনা করা হয়। সভায় বাজারের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. সিরাজ উদ্দিন বেগ এলাকাবাসীর সুবিধার্থে বাজারের উন্নয়নে সম্ভব সকল পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *