শফিকুল আলম এর হাতেই মেঘনা নিরাপদ, বললেন ইউপি চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান।

কুমিল্লা জাতীয়

মোঃ আলাউদ্দিন : আসন্ন মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চলছে প্রার্থীদের নানা আলোচনা সমালোচনা ও প্রচার-প্রচারণা।

আজ ১২ মার্চ মঙ্গলবার মেঘনা উপজেলা হাইওয়ে কমপ্লেক্স-এ বিকাল-২ ঘটিকায় মেঘনা উপজেলার স্থপতি শফিকুল আলম এর অফিসকক্ষে উপজেলা মেঘনা উপজেলার চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানল সকলেই উপস্থিত হয়ে বলেন মেঘনাকে শান্ত, আধুনিক, সু-শৃংখল ও আধুনিক সৃজনশীল মেঘনা গড়তে মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মেঘনার স্থপতি শফিকুল আলমকে উপজেলা নির্বাচনে অংশগ্রহন করার জন্য অনুরোধ করেন। চেয়ারম্যানগন বলেন শফিকুল আলম সাহেবের হাতেই মেঘনা নিরাপদ। ইতিমধ্যে যিনি এই চরাঞ্চল্যের দ্বীপকে এতো উন্নয়নের অবকাঠামো দিয়ে পরিপূর্ণ করতে সক্ষম হয়েছেন সেই তিনিই মেঘনার উন্নয়নকে আরও বেগবান করতে এবং মেঘনার জনতার সেবার মানকে আরও এগিয়ে নিতে শফিকুল আলমের কোন বিকল্প নেই৷ উনার নেতৃত্বে গড়া মেঘনা কেবল শফিকুল আলমের নিকটই নিরাপদ থাকবে। তাই সকল চেয়ারম্যানগন শফিকুল আলমকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহন করতে অনুরোধ জানান।
এ বিষয়ে শফিক সাহেব নির্বাচনে অংশগ্রহণের বিযয়ে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেননি। তিনি জানান আমার নিকট অনেক সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও চিন্তাশীল মানুষজন মেঘনার সার্বিক উন্নয়নের স্বার্থে যেনো আমি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ করি এই মর্মে ভেবে দেখতে অনুরোধ করেন। ইউপি চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন এই নির্বাচনে অংশ গ্রহণের বিষয়ে আমি এখনো কোন চিন্তাভাবনা করছিনা। দলীয় নেতা কর্মীসহ দলমত নির্বিশেষে মেঘনার সর্বস্তরের সচেতন নাগরিকদের সাথে আলাপ-আলোচনা করে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত জানাবো।তবে মেঘনার মাটি ও মানুষই আমার বাকী জীবনের স্বপ্ন ও সাধনা।যদি প্রাণ প্রিয় মেঘনার জন্য আরো কিছু কাজ করার সুযোগ যেন আল্লাহতায়ালা আমাকে দান করেন সকলের নিকট দোয়া প্রত্যাশা করেন তিনি। এসময় উনার অফিস কক্ষে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার হাউদ,মেঘনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিলন সরকার,গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইন উদ্দিন মুন্সী তপন,বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন রিপন,মানিকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, ভাওরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম,ইঞ্জিনিয়ার মহাশিন,সুরুজ গাজী, জসিম উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা বুলবুল সাহেব সহ
সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *