মুরাদনগরে নিম্ন আয়ের মানুষের মাঝে ব্যবসায়ী আমজাদ হোসাইনের খাদ্য সামগ্রী বিতরণ

কুমিল্লা

 

মুরাদনগরে করোনার প্রাদুর্ভাবে বন্ধ হয়ে গেছে নিম্ম আয়ের মানুষের উপার্জন। যারা দিনে আনে দিনে খায় উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় ছেলে-মেয়েদের নিয়ে কোন রকম কষ্ট করেই চলছে তাদের অভাবের সংসার। এই কষ্ট কিছুটা লাঘব করতে বুধবার
বিকালে উপজেলার সদর ইউনিয়নের নাগেরকান্দি তিতাস এলাকার জায়েদ আলী মার্কেটে বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ইফাদা ইলেক্টনিক্স এর স্বত্বাধিকারী এইচ এম আমজাদ হোসাইন এর নিজস্ব অর্থায়নে এসব খাদ্য সামগ্রী ও নগদ অর্থ
বিতরণ করেন তার ছোট ভাই মো. জাকারিয়া সরকার।
এসময় সুরেশ্বর্দ্দি, নাগেরকান্দি ও ডুমুরিয়া গ্রামের প্রায় ২’শ কর্মহীন
অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, ছোলা বুট, লবন,
চিনি, দুধ ও কিছু হত-দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। দু:সময়ে এই খাদ্য সামগ্রী ও নগদ অর্থ পেয়ে স্বস্থি প্রকাশ করেন অসহায় খেটে খাওয়া মানুষ গুলো। আমজাদ হোসাইনের একক প্রচেষ্টার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন
এলাকার স্বর্বস্তরের মানুষ।এব্যাপারে এইচ এম আমজাদ হোসাইন বলেন, করোনার এই পরিস্থিতিতে ৩টি গ্রামের কর্মহীন হয়ে যাওয়া অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেছি। দেশের এই পরিস্থিতিতে প্রত্যেকটি সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো আমাদের মত অসহায়দের পাশে দাড়াবে সেই প্রত্যাশাই করছি।
এ সময় উপস্থিত ছিলেন জমির উদ্দিন খাঁন, দেলোয়ার হোসেন, ফুল মিয়া সওদাগর,
মোনাফ মিয়া, হারুন অর রশিদ, আলী হোসেন, বাতেন মিয়া প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *