দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের আজকের চিত্র। দ্রুত সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ করছে ভোক্তা সাধারণ। 

কুমিল্লা তিতাস উপজেলা
করোনা ভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব এর কারনে জনজীবনে নাকাল অবস্থা,
আজ ১৮/০৪/২০২০ রবিবার ঐতিহ্যবাহী গৌরীপুর সাপ্তাহিক বাজার।
প্রতিদিন বাজার খোলা রাখলে রবি-মঙ্গল-বৃহস্পতিবার ঈদের বাজারের মত এমন দৃশ্য হতো না,এ অবস্থা চললে আমাদের সামনে আরো ভয়াবহ দিন অপেক্ষা করছে, এমনটাই ধারণা ক্রেতাদের।
এখানে পার্শ্ববর্তী তিতাস উপজেলার লোকজন ছাড়াই এ অবস্থা,শুধু গৌরীপুরের স্থায়ী বাসিন্দা আর আশপাশের গ্রামগুলোর হিসাব করলে দাউদকান্দি বাজারের ১০গুন মানুষের ভীর জমে।
সেক্ষেত্রে এটাকে দাউদকান্দির বাজারের তুলনা করে অন্ততপক্ষে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রতিদিন চালু রাখলে অবশ্যই এমন ভীতিকর পরিস্থিতি হবেনা- এমনটা মনে করেন আম পাবলিক।
 আশাকরি কর্তৃপক্ষ বৃহত্তর জনগোষ্ঠীর কথা বিবেচনা করে ব্যাক্তিগত রেষারেষি না করে জনগণের স্বার্থে, জনদুর্ভোগের কথা বিবেচনা করে, দ্রুতই এ বাজারটি সকাল ছয়টা থেকে  বারোটা পর্যন্ত উন্মুক্ত করে দেওয়া হয় এমনটাই দাবি করেন এলাকার জনসাধারণ।
বিশেষ করে তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন সহ মজিদপুর কড়িকান্দি ইউনিয়ন এর একাংশ লোকজনদের ব্যবসা বাণিজ্য সবকিছুই গৌরিপুর বাজারমুখী।
 এবং তারা দ্রুত সমাধান চাচ্ছেন দুই উপজেলার চেয়ারম্যানদের নিকট,দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান
 মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন, তিতাস উপজেলা চেয়ারম্যান মো. পারভেজ হোসাইন  সরকারের নিকট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *