মাদক, বাল্যবিবাহ, দুর্নীতিকে লাল কার্ড এবং দেশপ্রেমকে সবুজ কার্ড দেখালেন ১১’শ  শিক্ষার্থী

কুমিল্লা শিক্ষা ও সাহিত্য
মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় মাদক, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ধর্ষণ ও দুর্নীতি
প্রতিরোধ সভা এবং তার প্রতিরোধে লাল কার্ড প্রদর্শন ও দেশপ্রেম,
সত্যবাদিতাকে সবুজ কার্ড প্রদর্শন করেছে ১১ শত শিক্ষার্থীরা।
শনিবার সকাল ১০ টায় উপজেলার পীর কাশিমপুর আর.এন. উচ্চ বিদ্যালয় মাঠে
টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের
আয়োজনে সভা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে
তুলতে, কখনো মিথ্যা কথা না বলতে, ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বয়সের পূর্বে
বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে শপথ করান লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা
কাওসার আলম সোহেল।
সভায় লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম
সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মোহাম্মদ আলাউদ্দিন ভূঞা।
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন নিলয়ের সঞ্চালনায় বিশেষ
অতিথির বক্তব্য রাখেন আইনজীবী খোরশেদ আলম, সংগঠনের উপদেষ্টা মনির হোসেন
ও সদস্য মির্জা ফাহাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *