বিদ্রোহী সুত কবিতা মু.আশরাফ কামাল।

কবিতা

 

বিদ্রোহী সুত কবিতা মু.আশরাফ কামাল।

 

অন্যায়ের কাছে কভু করিনা মাথা নত, আমি বাংলার বিদ্রোহী দামাল সুত!

 

বাঙলার হানিতে, তার কোন ক্ষতিতে, দলমত ধর্ম নির্বিশেষে আমি- প্রতিবাদ করিতে কিংবা জীবন দিতে, হইনা আমি কভু কিঞ্চিত ভীত। আমি বাংলার বিদ্রোহী দামাল সুত!

 

আমি করিনাকো ভয় আমার নেই সংশয়, জেল জরিমানা আরো যত কিছু। বাঙলার ক্ষতিতে, কভু কারো ভীতিতে, হয়না কখনো আমার শিরখানি নত। আমি বাংলার বিদ্রোহী দামাল সুত!

 

এ দেহে থাকিতে প্রাণ, গাইবো বাঙলার গান, প্রতিবাদী ঢংকা বাজাবো আমি! রাখিতে মায়ের মান, জীবন করিব দান। করিতে সদা মায়ের কল্যাণ হিত। আমি বাংলার বিদ্রোহী দামাল সুত!

 

আমি করিব নির্মূল সকল সহসা ভুল, এমনই বলে আমি বলিয়ান। আমার দামালতায় লেজ গুঁটিয়ে পালায় অন্যায় অবিচার আরো বিভেদ যত। আমি বাংলার বিদ্রোহী দামাল সুত!

 

বাঙলার পথে ঘাটে কিংবা ফসলের মাঠে জেগে উঠি দুর্বার গতিতে! অন্যায় অবিচার, জুলুম ব্যভিচার – রুখি আমি নির্বিক আসে বাঁধা যত আমি বাংলার বিদ্রোহী দামাল সুত!

 

অত্যাচারীর সব শিকল ছিঁড়বোরে আজ সকল, গর্জন দিয়ে আমি বলিয়ান। জানি আমি নিশ্চয়, আমারই হবে জয়, অন্যায়ের বুকে করি কুঠারের ক্ষত! আমি বাংলার বিদ্রোহী দামাল সুত!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *