বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্মরণে

কবিতা

 “জোয়ান”

         মু.আশরাফ কামাল

কইরে জোয়ান!

হ আগোয়ান,

নিয়ে আজ দুর্বার গতি।।

 

তোরা যে নির্ভীক বলিয়ান-

গা’রে আজি সাম্যের গান,

তোরা চির ক্ষিপ্ত তরুণ-

আঁধারে মহাজ্যোতি।

কইরে জোয়ান!

হ আগোয়ান,

নিয়ে আজ দুর্বার গতি।।

 

তোরা চির সত্য সবল-

সত্য বলতে সদা অটল।

সত্যটাকে প্রমাণ করে-

রুখেদেরে দুর্নীতি।

কইরে জোয়ান!

হ আগোয়ান,

নিয়ে আজ দুর্বার গতি।।

 

তোরা হ’রে সত্য নিষ্ঠ-

নীতিতে কঠোর বলিষ্ঠ,

একই সাথে চলে তোরা-

ভুলে বিভেদ জাতি।

কইরে জোয়ান!

হ আগোয়ান,

নিয়ে আজ দুর্বার গতি।।

 

মানবতার মহা প্রতীক-

নয়কো বাঁধা সাম্প্রদায়িক,

তোরা চরম আত্মত্যাগী-

অন্যায়ের ভীতি।

কইরে জোয়ান!

হ আগোয়ান,

নিয়ে আজ দুর্বার গতি।।

 

তোদের নাই বয়সের ধারা-

মনোবলে জোয়ান যারা,

জাতি বিভেদ ভুলে তোরা-

দেখারে সম্প্রীতি।

কইরে জোয়ান!

হ আগোয়ান,

নিয়ে আজ দুর্বার গতি।।

 

RP:-Mohammad Kayum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *