সাব্বির হোসেন, বরিশাল প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন, ববি অফিসার্স অ্যাসোসিয়েশন ২০২০ এর অধিনে অনুষ্ঠিতব্য নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফ হোসেন এবং সাধারন সম্পাদক পদে পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: খোরশেদ আলম জয়লাভ করেছেন।
১১ই ডিসেম্বর, বুধবার, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে( টিএসসি) ভবনের ২য় তলায় সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত হয়েছে।
নির্বাচন পরবর্তী সন্ধ্যা ৭ ঘটিকায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. রেহানা পারভীন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মুহাম্মদ রাকিবুল ইসলাম ও মো. আবির হোসেন।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় লটারির মাধ্যমে ড. মো. খোরশেদ আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন চন্দ্র পাল, কোষাধ্যক্ষ রিফাত মাহমুদ এবং সদস্য সানবিন ইসলাম, রিফাত ফেরদৌস, মো. সোহেল রানা, হোসনেয়ারা ডালিয়া, মো. সাজেদুল ইসলাম, জ্যোতির্ময় বিশ্বাস, সঞ্জয় কুমার সরকার, সুনীতি দেবী মন্ডল, মো. সাদেকুর রহমান ও শাওন মিত্র।