ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী জেলা প্রতিনিধিঃ নোয়াখালীতে তৃতীয় শ্রেণীর সরকারী কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করনের দাবিতে কর্মবিরতি পালন করেছে কর্মচারীরা। মঙ্গলবার সকালে নিজ নিজ কর্মস্থলে হাজিরা দিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) নোয়াখালী জেলা শাখা আয়োজিত অবস্থান কর্মবিরতি কর্মসূচীতে অংশ নেন এবং বুধবারে সকল উপজেলায় কর্মবিরতি পালন করেন তারা।
এ সময় বক্তব্য রাখেন বাকাসস নোয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক আবদুর রহিম, সহ-সভাপতি নারায়ণ চন্দ্র, মো. ইউসূফ, উপদেষ্টা আশিষ কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক হারাধন চন্দ্র পাল।
এতে জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেণীর কর্মচারীগণ উপস্থিত ছিলেন।