নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার!

বাংলাদেশ

ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে প্রায় ৮কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারী দিনব্যাপী সেনবাগ উপজেলায় (সেনবাগ-সোনাইমুড়ি) সড়কের ছাতারপাইয়া বাজার ও আশপাসের এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ওই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সেনবাগ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমা এ উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন। এ সময় সেনবাগ থানার এসআই মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ,সড়ক ও জনপথ বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষেমালিকা চাকমা জানায়, দীর্ঘদিন থেকে সরকারি খাস খতিয়ানের জায়গা সড়ক বিভাগের রাস্তার এবং পার্শ্বের সরকারি খাল বিভিন্ন নাম দিয়ে অবৈধ ভাবে দোকানপাট তুলে তা দখল করে ভাড়া দিচ্ছিল। এরপর মহামান্য হাইকোটের আদেশে মঙ্গলবার বুলড্রোজার দিয়ে ওই অবৈধ মার্কেট সহ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দিয়ে সরকারি প্রায় ৮ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করেন। এ ধরণের অভিযান ভবিষৎতে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *