দাউদকান্দির পথ শিশুদের ঈদের আনন্দ যেন আকাশ ছোঁয়ার মতো! যে স্বপ্ন হলো বাস্তব।

দাউদকান্দি উপজেলা

আমি পথে পথে ঘুড়ি, আমার নেইতো কোনো ঠিকানা।এমন গানের কথাকে বাস্তবে রুপদিলেন দাউদকান্দি উপজেলা একঝাঁক উদীয়মান যুবক, যাঁরা ইতিমধ্যে দাউদকান্দি পৌর সদরে বিভিন্ন সেবামূলক কার্যক্রমে মডেল হয়ে দাড়িয়েছে সাধারণ জনগণের কাছে।

এবারের পবিত্র ঈদুল ফিতরের (রোজার ঈদ) পালন করা মধ্য বিত্তবানদের কাছেও কষ্টের সম্মুখীন হতে হবে, কারণ করোনার দাপটে কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ গুলো। এই দুঃসময়ে দাউদকান্দির পথশিশুদের জন্য একঝাঁক যুবক করলেন ব্যতিক্রমধর্মীর আয়োজন।

পথ শিশুদের ঈদের আনন্দ যেন আকাশ ছোঁয়ার মতো! যে স্বপ্ন হলো বাস্তব বাদ গেলো না পথ শিশুরাও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন, কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন,রোমান খন্দকার, হোসেন ভাই ও তৌফিকুল ইসলাম রুবেল।
এমন মানবতার মহান উদোগকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান দাউদকান্দি উপজেলা সাধারণ জনগণ।

অন্তরের অন্তস্থল থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *