লিটন সরকার বাদল,
ক্লাস টিচাররা শিক্ষার্থীদের পরীক্ষার সময় নকল সরবরাহ করে এটা দুঃখজনক। বিশেষ করে যাদের কাছে প্রাইভেট পড়ে তারা এই কাজটা বেশি করে, শিক্ষক, অভিভাবক ভালো হলে ছাত্র-ছাত্রীও ভালো হয়। বর্তমান সরকার শিক্ষা প্রসারে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন। একজন আদর্শ মা’ই পারেন একজন সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে।
১ ফেব্রুয়ারি শনিবার,দাউদকান্দি পৌরসভার হাসানপুর শহীদ নজরুল সরকারী ডিগ্রী কলেজে শিক্ষার মান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ৬ কোটি ৭১ লক্ষ টাকা ব্যয়ে ষষ্ঠ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও (দাউদকান্দি – মেঘনা) কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া এ কথা বলেন।
হাসানপুর শহীদ নজরুল সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জাকির হোসেন জামাল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি ও দাউদকান্দি পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ রকিব উদ্দিন রকিব, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক হেলাল মাহমুদ, পৌর যুবলীগের নেতা সুমন চৌধুরীসহ
হাসানপুর শহীদ নজরুল সরকারী ডিগ্রী কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ ও কলেজের শিক্ষক/ শিক্ষিকা ও ছাত্র ছাত্রী বৃন্দ।
পরে প্রধান অতিথি, কলেজ বিএনসিসির গার্ড অব অনার শেষে কলেজের সার্বিক উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন শেষে ও ফুটবল খেলার শুভ উদ্বোধন করেন।