ক্লাস টিচাররা শিক্ষার্থীদের পরীক্ষার সময় নকল সরবরাহ করে এটা দুঃখজনক। মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, এমপি 

দাউদকান্দি উপজেলা

লিটন সরকার বাদল,

ক্লাস টিচাররা শিক্ষার্থীদের পরীক্ষার সময় নকল সরবরাহ করে এটা দুঃখজনক। বিশেষ করে যাদের কাছে প্রাইভেট পড়ে তারা এই কাজটা বেশি করে, শিক্ষক, অভিভাবক ভালো হলে ছাত্র-ছাত্রীও ভালো হয়। বর্তমান সরকার শিক্ষা প্রসারে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন। একজন আদর্শ মা’ই পারেন একজন সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে।

১ ফেব্রুয়ারি শনিবার,দাউদকান্দি পৌরসভার হাসানপুর শহীদ নজরুল সরকারী ডিগ্রী কলেজে শিক্ষার মান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ৬ কোটি ৭১ লক্ষ টাকা ব্যয়ে ষষ্ঠ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও (দাউদকান্দি – মেঘনা) কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া এ কথা বলেন।

হাসানপুর শহীদ নজরুল সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জাকির হোসেন জামাল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি ও দাউদকান্দি পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ রকিব উদ্দিন রকিব, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক হেলাল মাহমুদ, পৌর যুবলীগের নেতা সুমন চৌধুরীসহ

হাসানপুর শহীদ নজরুল সরকারী ডিগ্রী কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ ও কলেজের শিক্ষক/ শিক্ষিকা ও ছাত্র ছাত্রী বৃন্দ।

পরে প্রধান অতিথি, কলেজ বিএনসিসির গার্ড অব অনার শেষে কলেজের সার্বিক উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন শেষে ও ফুটবল খেলার শুভ উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *