ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলা, বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। মেজর জেনারেল (অব.) সুবিদ আলী।

বাংলাদেশ দাউদকান্দি উপজেলা
লিটন সরকার বাদল, ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলা, বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। আমাদের দেশে আজকাল খেলাধুলার মাঠ কমে যাচ্ছে, এই মেলাকে কেন্দ্র করে সকলের বিনোদনের ব্যবস্থা সৃষ্টি হয়েছে। শুক্রবার, ২৯ নভেম্বর, ১৯ বিকালে,দাউদকান্দির গৌরীপুর বাজারে ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, তিনি আরো বলেন, মেলার নামে জুয়া সহ্য করা হবে না । আগত ক্রেতা বিক্রেতার নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট থাকার নির্দেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ,স,ম, আব্দুন নূর, গৌরীপুর বাজার কমিটির সভাপতি হাজী ওমর আলী, সাধারণ সম্পাদক মো: নোমান মিয়া সরকার, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আবুল হাসেম সরকার, দাউদকান্দি উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জি: আব্দুস সালাম, জিংলাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আলমগীর হোসেন, গোয়ালমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরে আলম বুলু, দাউদকান্দি পৌর প্যানেল মেয়র মো: রকিব আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে হস্তশিল্প, কুটির শিল্প, তাঁত ও বাটিক শিল্প সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বিপুল সমাহার রয়েছে। শিশুদের বিনোদনের জন্য রয়েছে ওয়াটার রাইড, নাগর দোলা ইত্যাদি। মেলায় প্রবেশ মূল্য ১০ টাকা। মাসব্যাপী এ মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পযর্ন্ত চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *