কুলিয়ারচর পৌরসভা এলাকা রাস্তাতো নয় যেন মরণ ফাঁদ।

ঢাকা বিভাগ কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভা এলাকার দড়িবাগ হইতে আশ্রবপুর রাস্তাটি সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পরে আছে। পুরো রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত হয়ে যাওয়ার ফলে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় । এতে করে জনসাধারণ সহ যানচলাচলে পুরোপুরি বিঘ্ন ঘটছে। এ রাস্তা দিয়ে প্রতি নিয়ত কুলিয়ারচর সরকারী কলেজের শিক্ষর্থীরা সহ স্কুল, মাদ্রাসা, কিন্ডারগার্টেনের ছাত্রছাত্রীরা যাতায়াত করে থাকে। রাস্তাটির বেহাল দশা দেখে পথচারীরা বলাবলি করছে এটা রাস্তাতো নয় যেন মরণ ফাঁদ,,,, । আশ্রবপুর মহল্লার বিশিষ্ট ব্যবসায়ী আরাফাত রহমান (৪০) ও শিলা (৩৫) সহ এলাকাবাসী বলেন, প্রতিনিয়ত মারাত্মক ঝুকি নিয়ে এ রাস্তা দিয়ে তাদের চলাচল করতে হয়। তারা জরুরী ভিত্তিতে রাস্তাটি সংস্কার করতে পৌরসভার মেয়র সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *