কুলিয়ারচরে নিজ উদ্দ্যোগে পাড়ায় পাড়ায় ঘুরে করোনা ভাইরাসের সামগ্রী বিতরন।

বাংলাদেশ

ফারজানা আক্তার কুলিয়ারচর(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃআজ সারাদিন কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় সাংবাদিক শাহীন সুলতানা ও তার স্বামী ইমরান এনায়েত পাড়ায় পাড়ায় ঘুরে করোনা ভাইরাস প্রতিরোধের সামগ্রী বিতরন করছেন।

দৈনিক পূর্বকন্ঠ প্রত্রিকার উপজেলা প্রতিনিধি শাহীন সুলতানা ও তার স্বামী ইমরান এনায়েত জনসাধারনকে করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য পূ্র্ব আব্দুল্লাহ পুরের গরিব ও অসহায় মানুষের ঘরে ঘরে একটি করে আলমের ১নং পচাঁ সাবান ও মাক্স বিতরন করলেন।এবং পাশাপাশি জনগনকে হাত ধোয়া ও মাক্স ব্যবহারের গুরুত্ব সম্পর্কে বুঝালেন।তারা পূর্ব আব্দুল্লাহ পুর গ্রামের বাড়িতে বাড়িতে ডেটল ও পানি মিশ্রিত হেন্ড স্যানিটাইজার স্প্রে করে ছিটিয়ে দিলেন।এবং জনগনকে মাক্স পরা,হাত ধেয়া ও স্প্রে করা শিখিয়ে দিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.