কুলিয়ারচরে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন।

ঢাকা বিভাগ কিশোরগঞ্জ

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনায় উদ্বেগ জানিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে। রাজধানীসহ বিভাগীয় শহর, জেলা, উপজেলা ও গ্রামে-গঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পেশাজীবী, সামাজিক ও রাজনৈতিক সংগঠন মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। এতে ধর্ষকদের শাস্তি নিশ্চিতসহ ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে আইন সংস্করের দাবি জানানো হয়। আর এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে ধর্ষণের শান্তি নিশ্চিতসহ ধর্ষকের সর্বোচ্চ শান্তি মৃত্যুদণ্ডের আইন করার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার দ্বারিয়াকান্দি-বেলাব সড়কের ডুমরাকান্দা বাজার শহীদ মিনার চত্বরে স্থানীয় হ্যাপি ক্লাবের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে হ্যাপি ক্লাব ছাড়াও সামাজিক সংগঠন- সালুয়া ইউনিয়ন ব্লাড ডোনার্স ক্লাব, কান্দুলিয়া সমাজ কল্যাণ পরিষদ, মাছিমপুর আল-হেরা সংগঠন, মাছিমপুর আদর্শ শান্তি পরিষদ, উত্তর সালুয়া উত্তর পাড়া সমাজ কল্যাণ পরিষদ, এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয় ব্যাচ-২০১৫, দক্ষিণ সালুয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও দড়িগাঁও সমাজ কল্যাণ ঐক্য পরিষদসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। এ সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট ধর্ষণের শান্তি নিশ্চিতসহ ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন করার দাবি জানিয়ে বক্তব্য দেন হ্যাপি ক্লাবের সভাপতি ডাঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদ, সালুয়া ইউনিয়ন ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল কাইয়ুম ও আলামিন খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *