অসহায় মানুষের মুখের হাসি ফোটানো প্রবাসি প্রামাণিক মাসুম কাজ।

ঢাকা বিভাগ নারায়ণগঞ্জ

বকসীগঞ্জ উপজেলার ২ নং বগারচর ইউনিয়নের সাধারণ জনগনের প্রাণ পুরুষ মোহাম্মদ মোসাদ্দেকুর প্রামাণিক মাসুম। যিনি দীর্ঘদিন যাবৎ সাধারণ জনগনের পাশে আছেন বগারচর ইউনিয়নের সাধারন জনগন তাকে অভিভাবক হিসাবে আগলে রেখেছেন।দেশের এই ক্লান্তিলগ্নে যখন জনজিবন স্থবির তখন ব্যাক্তিগত উদ্দোগে ঢাকা সাভারে তিনটি বাড়ি তিন মাসের ভাড়া মওকুফ অত্র ইউনিয়নের ১২ টির বেশি গ্রামে প্রায় ৮শত কর্মহীন নিম্ন আয়ের মানুষের মধ্যে ৫ কেজি করে চাউল পৌছে দিয়েছেন। তার এই সহযোগিতা আপোদকালীন সময়ে অব্যাহত থাকবে বলে আজকের মেঘনা পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন মুন্নাকে ফোন আলাপে এসব তথ্য জানান আরো আশা প্রকাশ করেছেন তার প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ৯০ জন মানুষকে ৫ কেজি করে চাউল প্রদান করিয়েছেন.. ইতি পূর্বে তিনি সমাজ সেবামুলক উন্নয়ন কাজে বিভিন্নপ্রকার সহযোগিতা প্রদান করে জনগনের মন জয় করেছেন যেমনঃ ১। অত্র ইউনিয়নের প্রায় সকল মসজিদে আর্থিক সহযোগিতা… ২।নঈম মিয়ার বাজারের ঈদগা মাঠের মেহরাব নিমার্ণ… ৩।বিগত ২ বছর ধরে মসজিদ ও মাদ্রাসা কর্তৃক আয়োজিত অত্র ইউনিয়নের ইসলামিক সভাগুলোতে বিপুল পরিমাণে আর্থিক সহযোগিতা… ৪। আলহাজ্ব আমানুজ্জামান মর্ডাণ কলেজের ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান.. ৫। বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসায় সহযোগিতা.. ৬। হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠানে অনুদান সহ বিভিন্ন খেলাধুলা, ক্লাব ও নানাবিধ সমাজসেবামুলক কাজের সাথে জড়িত রয়েছেন এই মহানুভবতা অত্র ইউনিয়ন বাসী আজীবন মনে রাখবে… আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা নিয়ে তিনি সবসময় তার জন্নভুমির মাটি ও মানুষের পাশে থাকতে চান।মোহাম্মদ মোসাদ্দেকুর প্রামানিক মাসুম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *