সড়কে কোন অবৈধ যানবহন চলতে দেওয়া হবে না চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

বাংলাদেশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার সকল সড়ক থেকে অবৈধ যানবহন বন্ধে সোমবার বিকালে  চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে শহরের প্রধান প্রধান জনবহুল স্থান গুলোতে সচেতনতামূলতা মাইকিং লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছে।

এ বিষয়ে পুলিশ সুপার জাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান,উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে জেলার প্রধান ৫ টি প্রধান সড়কসহ সব সড়ক থেকে শ্যালোইঞ্জিন চালিত সকল ধরনের নসিমন, করিমন, আলমসাধু ও ভটভটি বন্ধে লাগাতার অভিযান চালানো হবে।

তার আগে এসব যানবাহনের মালিক ও ব্যবহারকারীদেরকে সচেতন করতে আমরা ৪ দিন সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছি। এই চার দিন জেলার চারটি উপজেলাতে এ কার্যক্রম চলবে। এরপর থেকে কোন ভাবেই সড়কে এসব অবৈধ যানবাহন চলতে দেওয়া হবে না। এ ক্ষেত্রে সড়কে সাধারণ মানুষের চলাচল নিরবিঘ্নে করতে আইনের কঠোর প্রয়োগ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.