করোনার প্রভাবে পাইকারিতেও ঊর্ধ্বমুখী পেঁয়াজ-রসুনের দাম

বাংলাদেশ

করোনা সংক্রমণের প্রভাব পড়েছে দেশের পাইকারি বাজারেও। সরবরাহের ঘাটতি দেখিয়ে প্রতি কেজি পেঁয়াজ ১০ টাকা, রসুন ৩০ টাকা এবং আদার দাম ২০ টাকা বেড়েছে।

ভারত রপ্তানি বন্ধ করে দেয়ার পর মিয়ানমার এবং চীনই হয়ে উঠেছিল বাংলাদেশের ভরসা। আর আদা এবং রসুনের মূল বাজারই হচ্ছে চীন। কিন্তু করোনা ভাইরাসের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে চীনের পণ্য সরবরাহ ব্যবস্থা।

এ অবস্থায় চীন থেকে জাহাজ আসা বন্ধ থাকায় প্রতিদিনই আদা-রসুন ও পেঁয়াজের দাম বাড়ছে। গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ ৮৫ থেকে ৯০ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

একইভাবে ১৪০ টাকার রসুন ১৭০ টাকা এবং ১১০ টাকার আদা বিক্রি হচ্ছে ১৩০ টাকা দরে বলে জানান চট্টগ্রামের খাতুনগঞ্জের মেসার্স অছি উদ্দিন সওদাগরের মালিক রুহুল আমিন চৌধুরী ও মেসার্স মোকতাকিন ট্রেডিংয়ের  মালিক সেলিম উদ্দিন খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *