শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এ শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে দ্বাড়িয়াকান্দি আলোকিত যুব সংগঠনের উদ্যোগে ১২০জন শীতার্ত হত দরিদ্র নারী-পুরুষের মাঝে শীতের কম্বল ও শুকরিয়া মশার কয়েল ফ্যাক্টরীর উদ্যোগে এক প্যাকেট করে কয়েল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) বিকালে উপজেলার কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কম্বল ও কয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ।
এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা মো: মাহবুবুল ইসলাম সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের বিশেষ উপদেষ্টা ও কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো: বদিউল আলম নাঈম, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার মো: নজরুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা ও শুকরিয়া মশার কয়েল ফ্যাক্টরীর প্রতিষ্ঠিাতা মো: নাজিমুদ্দীন সুমন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মো: মাহবুবুর রহমান (ছোটন), কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা মেরাজ, সংগঠনের উপদেষ্টা মোঃ নাজিম উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মোছাঃ শুভ্রা, মৌসুমী আক্তার, সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুল ইলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বি।