বালাগঞ্জে কোচিং সেণ্টার ও ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।

বাংলাদেশ

মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে ॥ বালাগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে একটি কোচিং সেণ্টার ও দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার সদরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (উপজেলা নির্বাহী অফিসার) দেবাংশু কুমার সিংহ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের কারণে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পরও উপজেলা সদরের একটি কোচিং সেণ্টার চালু রাখার অপরাধে অভিযানকালে ১০হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পৃথক অভিযানকালে বালাগঞ্জের পশ্চিমবাজারে পিঁয়াজের বৃদ্ধির অভিযোগে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের অভিযানকালে বালাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, বালাগঞ্জ থানার এসআই অপু দাস গুপ্তসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *