চুয়াডাঙ্গার দামুড়হুদা থানা পুলিশের মাদক বিরোধি অভিযানে ১০২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক ২

বাংলাদেশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে  ১০২পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে।আটকৃত ইয়াজতুল্লাহ(৪২) নাস্তিপুর গ্রামের মৃত কায়দার বিশ্বাসের ছেলে ও আরিফুল ইসলাম টুকুল (৪০)চন্ডিপুর গ্রামের এরশাদের ছেলে।সোমবার রাত সাড়ে ১২টার সময় কুড়ুলগাছি বাজারে কাদেরের চায়ের দোকানের সামনে থেকে তাদেরকে আটক করে পুলিশ।

পুলিশ জানায় ,দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুকুমার বিশ্বাসের নেতৃত্বে থানার এসআই শেখ রফিকুল ইসলাম, এএসআইতৌহিদুর রহমান, এএসআই রমেন কুমার সরকার, এএসআই মসলেম, এএসআইমোঃ বিল্লাল হোসেন, সঙ্গীয় ফোস নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি বাজারে কাদেরের  চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে নাস্তিপুর গ্রামের মৃত কায়দারের ছেলে ইয়াজতুল্লাহও চন্ডিপুর গ্রামের এরশাদের ছেলে অরিফুল ইসলাম টুকুলকে আটক করে ।পরে তার দেহ তল্লাশী করে ১০২পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটককৃদের বিরুদ্ধে মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।মঙ্গলবার তাদেরকে  আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানান পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.