আগামী ১৮ জানুয়ারি কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে । 

বাংলাদেশ
বিল্লাল মোল্লা তিতাস প্রতিনিধিঃ
কাউন্সিলকে ঘিরে তিতাস উপজেলা বিএনপিতে উৎসবের আমেজ বিরাজ করছে।
আজ তিতাস উপজেলার বড় গাজীপুরে বিএনপির অস্হায়ী কার্যালয়ে ডঃ খন্দকার মোশারফ হোসেন সাহেবের বাড়িতে প্রার্থী ও কাউন্সিলরদের কে তাদের ভোটার আইডি কার্ড বুঝিয়ে দেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ এমদাদ হোসেন আখন্দ। এ সময় সব প্রার্থী তাদের নিজেদের কার্ড বুঝে নিয়ে ভোটারদের নিকট ভোট প্রার্থনা করেন । তৃণমূলের সাফ কথা তারা অবশ্যই কর্মীবান্ধব নেতাদেরকে ভোট দিবেন।
 কাউন্সিলে মোয়াজ্জেম হোসেন সেলিম, মেহেদী হাসান, সেলিম ভূইয়া এবং সালাহউদ্দিন সরকার, ওসমান গণি ভূইয়া প্যানেল অংশ নিচ্ছে।
সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক । মোট ৬টি পদে প্রার্থীগণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই নির্বাচনে ভোটার (কাউন্সিলর)।
তিতাস উপজেলার ৯টি ইউনিয়নের বিএনপির কমিটিতে ভোটারের সংখ্যা ২৭ জন। একজন কাউন্সিলর ৬টি পদে পছন্দের প্রতীকে ভোট দিবেন।
প্রার্থীরা হলেন সভাপতি পদে সালাউদ্দিন সরকার প্রতীক (আনারস), মোয়াজ্জেম হোসেন সেলিম প্রতীক (ছাতা), সিনিয়র সহ-সভাপতি পদে হাজী আলী হোসেন মোল্লা প্রতীক (প্রজাতি), মাহবুব আলম সরকার প্রতীক (ফুটবল),সাধারন  সম্পাদক পদে ওসমান গনি ভূইয়া প্রতীক (চশমা), মেহেদী হাসান সেলিম ভূইয়া প্রতীক (মোরগ),  মোবারক হোসেন মোল্লা প্রতীক (গেলাপ ফুল), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোয়াজ্জেম হোসেন মুন্সি প্রতীক (মই), আবু নাসের ভূইয়া প্রতীক (হাতী), সাংগঠনি সম্পাদক, জহিরুল ইসলাম প্রতীক (সিলিং ফ্যান), তোফায়েল আহম্মেদ খান প্রতীক (গরুর গাড়ী), সাংগঠনিক সম্পাদক, কাজী কবির হোসেন সেন্টু প্রতীক (হাড়িকেন) ও সাধারণ সম্পাদক, মুকবুল হোসেন প্রতীক (মাছ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *