লিটন সরকার বাদল,
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ৫২-তম মাসিক সাধারন সভা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির ডিসেম্বর /২০১৯ মাসে আনুষ্ঠিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৯ জানুয়ারি ২০২০) সকাল ১০টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল ইসলাম খান।
আইন-শৃঙ্খলা সভায় আলোচনান্তে নিম্নবর্ণিত,
জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ, মাদকদ্রব্য, চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা, বাল্য বিবাহ নিরোধ সংক্রান্ত ইউনিয়ন কমিটির সভার শেষে কার্যবিবরণী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় দাখিল, ইউনিয়ন আইন-শৃংখলা কমিটির মিটিং নিয়মিত অনুষ্ঠানের,ওয়াজ মাহফিল প্যান্ডেল ব্যতীত তার বাহিরে সাউন্ড সিস্টেম ও মাইক ব্যবহার করা যাবেনা, ড্রেজার মেশিন দ্বারা কৃষি জমি হতে ভূগর্ভস্থ বালু উত্তোলন করা যাবে না, মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন এর সকল বিষয় সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার কার্যবিবরণীর আলোচনা ও সিন্ধান্ত।
জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে চলাচলরত যানবাহনের হেডলাইট উর্ধ্বাংশ কালো রং করার কার্যক্রম, সিদ্ধান্ত গৃহীত হয়।
মাসিক সাধারণ সভায়
স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, প্রাণিসম্পদ বিভাগ, প্রকৌশলী বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, প্রাথমিক শিক্ষা বিভাগ, মৎস্য বিভাগ, মহিলা বিষয়ক বিভাগ, সমাজ সেবা বিভাগ, খাদ্য বিভাগ, যুব উন্নয়ন বিভাগ, বিদ্যুৎ বিভাগ, আনসার ভিডিপি বিভাগ, সমবায় বিভাগ, পল্লী উন্নয়ন বিভাগ, একটি বাড়ি একটি খামার প্রকল্প/পল্লী সঞ্চয় ব্যাংক, জনস্বাস্থ্য বিভাগ, নির্বাচন বিভাগ, মাধ্যমিক শিক্ষা বিভাগ, বন বিভাগ, মুক্তিযোদ্ধা কমান্ড, ১৭টি স্থায়ী কমিটির সভার সুপারিশ সম্পর্কে আলোচনা, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), চেয়ারম্যান দাউদকান্দির উত্তর ইউপি, চেয়ারম্যান সুন্দরপুর ইউপি, চেয়ারম্যান বারোপাড়া ইউপি, চেয়ারম্যান গৌরীপুর ইউপি, চেয়ারম্যান জিংলাতলী ইউপি, চেয়ারম্যান ইলেটগঞ্জ উত্তর ইউপি, চেয়ারম্যান ইলেটগঞ্জ দক্ষিণ ইউপি, চেয়ারম্যান মালিগাঁও ইউপি, চেয়ারম্যান মোহাম্মদপুর ইউপি, চেয়ারম্যান মারুকা ইউপি, চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান পাঁচগাছিয়া (পঃ) ইউপি, চেয়ারম্যান দৌলতপুর ইউপি, চেয়ারম্যান গোয়ালমারি ইউপি, চেয়ারম্যান পদুয়া ইউপি, বিষয়ে বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
পরে উপজেলা পরিষদ চেয়ারম্যা ও উপজেলা নির্বাহি অফিসার এর বক্তব্য মাধ্যমে সভা সমাপ্তি করেন।
সে সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ সেলিম শেখ, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, ছিলে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুজিনা আক্তার সহ উপজেলা পরিষদের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সাংবাদিক বৃন্দ।