শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক রাতে তিন দোকানে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (৩০ডিসেম্বর) দিবাগত রাত ৪টা থেকে ৫টার মধ্যে উপজেলার দ্বাড়িয়াকান্দি কান্দিগ্রাম বাস্ট্যান্ডে এসব ডাকাতির ঘটনা ঘটে।
জানা যায়, ওই দিন রাত ৪টার দিকে সাত সদস্যের মুখোশধারী এক দল ডাকাত ভৈরব-কিশোরগঞ্জ রোডে কটিয়াদী থেকে সিএনজি যোগে দ্বাড়িয়াকান্দি কান্দিগ্রাম বাস্ট্যান্ডে নেমে অতর্কীত ভাবে অস্ত্রের মুখে বাস্ট্যান্ডের পাহাড়াদার লাল মিয়া, আলীম উদ্দিন ও মুখলেছ সহ এক পথচারীকে হাত-পা বেঁধে নাছির ইলেক্ট্রনিক্স, সাইফুল টেলিকম ও ভুমিকা স্বর্ণ শিল্পালয় এর দোকান ঘরের তালা কেটে ভিতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে নাছির ইলেক্ট্রনিক্স এর স্বত্বাধিকারী মোঃ নাছির উদ্দিন বলেন, তার দোকান ঘরের ভিতর থাকা সিসি ক্যামেরায় মুখোশধারী তিন ডাকাত সদস্যকে ডাকাতি করতে দেখা গেলে ও তাদেরকে চেনা যাচ্ছে না। ঘটনার সংবাদ পেয়ে ভোরেই কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।